Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য চাষীদের গুড এ্যাকুয়াকালচার প্র্যাকটিস বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার উপজেলা কুঞ্জবন ইউনিট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে। বাস্তবায়ন করছে তাড়াশ উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সালাউদ্দিন আহাম্মেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মেহেদী হাসান প্রমুখ। ৪ দিনের প্রশিক্ষণের ১ম ব্যাচে ইউনিয়ন পর্যায়ের ২৫ জন মৎস্যচাষী অংশ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ