Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় লাচ্ছা সেমাই উৎপাদনকারী চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও নিম্নমানের সামগ্রী দিয়ে সেমাই তৈরির অভিযোগে ওই চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেত্বত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক গণেশ চন্দ্র রায়, উপজেলা স্যানিটারি পরিদর্শক অহিদুল হক ও পৌর পরিদর্শক আলতাফ হোসেন।
অভিযানে আশা বেকারিকে ৩০ হাজার টাকা, তাজা ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, এএমএম ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা ও আকবর ফুড প্রডাক্টসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ