Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে পলিথিন উদ্ধার ৩ জনের কারাদন্ড

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে সাড়ে ১১টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার রাতে উপজেলার ফয়রা গ্রামের ১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়। এ সময় ৩ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সহযোগীতায় নলছিটির ফয়রা গ্রামের মো. নুরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তার প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ১১টন পলিথিনের শপিং ব্যাগসহ বিভিন্ন প্রকার পলিথিন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত মাহফুজুর রহমান ও মো. নাজিম নামে আরও দুইজনকে আটক করে প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরও ৪৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ