রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে সাড়ে ১১টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার রাতে উপজেলার ফয়রা গ্রামের ১টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়। এ সময় ৩ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর সহযোগীতায় নলছিটির ফয়রা গ্রামের মো. নুরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তার প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ১১টন পলিথিনের শপিং ব্যাগসহ বিভিন্ন প্রকার পলিথিন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত মাহফুজুর রহমান ও মো. নাজিম নামে আরও দুইজনকে আটক করে প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরও ৪৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।