প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি বাংলার ‘ভানুমতীর খেল সিরিয়ালে একজন জাদুশিল্পীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন শ্রেয়শ্রী রায়। আকাশ আটের ‘রান রনি রান’ সিরিয়ালে একজন অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করে তিনি আরেকবার তার দক্ষতা প্রমাণ করেছেন। ‘মঙ্গল চ-ী’তে শ্রেয়শ্রী খল ভূমিকায় অভিনয় করেছেন। আর এই ভূমিকায় তিনি খুব উপভোগ করছেন। এই সিরিয়ালের মেকআপ রুমে তিনি তার অভিনয় পেশা নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করেছেন। “শিশুশিল্পী হিসেবে আমি অভিনয় শুরু করেছিলাম, আমি ‘দুই পৃথিবী’তে আমি ছোট একটি চরিত্র করেছিলাম। এর পর থেকে আমি আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছি। ‘রান রনি রান’ সিরিয়ালে আমি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছি। আমার পরিবারের কেউই বিনোদন জগতে কাজ করেনি। আমার মা চেয়েছিলেন আমি অভিনয় করি আর একসময় আমি এই পেশাকে ভালবেসে ফেলি,” তিনি বলেন। পরপর কয়েকটি সিরিয়ালে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের পর শ্রেয়শ্রী খল ভূমিকায় অভিনয় করছেন। সাধারণত যে সব শিল্পী প্রধান ভূমিকায় অভিনয় করে তারা খল চরিত্র নিতে চায় না। এদিক দিয়ে শ্রেয়শ্রী ব্যতিক্রম। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে খল চরিত্র করছেন। তিনি বলেন, “আমি ‘চ-ী মঙ্গল’-এ লহনার ভূমিকায় অভিনয় করছি। এই চরিত্রের অনেক খল মাত্রা রয়েছে, আমি খুব উপভোগ করছি। আমার মনে হয় অভিনয়শিল্পী হিসেবে আমাদের সীমাবদ্ধ হওয়া উচিত নয়।” ‘চ-ী মঙ্গল’-এ আরও অভিনয় করেছেন অদ্রিজা রায় এবং শমিক চক্রবর্তী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।