Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে পিতাকে হত্যা

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

লোহার রড দিয়ে কপালে আঘাত করে পালিয়ে যাওয়া মাদকাসক্ত ঘাতক পুত্র তরিকুল ইসলাম ওরফে হৃদয় (২০) কে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। গত সোমবার রাত আনুমানিক ৯টায় উপজেলার বড় কৈবর্তখালি পান্নুর দোকানের সামনে পুত্র হৃদয়কে দেখে স্থানীয় জনতা ঘাতক পুত্র হৃদয়কে বেঁধে ফেলে। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে হৃদয়কে গ্রেফতার করে । ঘাতক পুত্র হৃদয় হত্যা ঘটনার পরে থেকে পলাতক ছিলো।
জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে হৃদয় নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে রড দিয়ে তার ছেলে হৃদয় পিতা দেলোয়ার হোসেন (৪২) কে আঘাত করে, পরে ঐদিন বরিশালে নেয়ার পথে মারা যায়। স্ত্রী ফাতিমা ওরফে আলাদী বাদি হয়ে ছেলেকে আসামি করে ১১ নভেম্বর হয়ে ৩০২ ধারায় রাজাপুর থানায় মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ