রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম পুলিশ সোমবার রাতে বিভিন্ন অভিযোগে ৩৮জনকে গ্রেপ্তার এবং ১২টি মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে। নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ৮জন, নিয়মিত মামলায় ১৬জন এবং পূর্বের মামলায় ১০জন, ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ৪জনসহ ৩৮জনকে গ্রেপ্তার করে। এছাড়াও মাদক মামলা ৫টি, চুরি মামলা ১টি, নারী ও শিশু নির্যাতন মামলা ১টি ও অন্যান্য মামলা ৫টিসহ মোট ১২টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহন করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।