Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে আ.লীগ নেতা আখতার হোসেন বাদলের পক্ষে শোডাউন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আ.লীগ ও পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদলের পক্ষে বিশাল শোডাউন হয়েছে। গত সোমবার বিকেলে সৈয়দপুর শহরে এই শোডাউন করা হয়। এর আগে আ.লীগ নেতা মো. আখতার হোসেন বাদল ঢাকা থেকে বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইটে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে সৈয়দপুর উপজেলা এবং পৌর আ.লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তাকে ১টি মাইক্রোবাসে নিয়ে মোটরসাইকেল ও গাড়ীরবহর সহকারে শহরে শোডাউন করা হয়। সৈয়দপুর বিমানবন্দর থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর উপজেলা ও পৌর আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপে করে অংশ নেয়। এ সময় শ্রমিক নেতা আখতার হোসেন বাদল ১টি খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত উঁচিয়ে শহরবাসী ও শহরের সড়কের দুই পাশের ব্যবসায়ীদের অভিবাদন জানান। পরে শহরের দিনাজপুর মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতাকর্মী ও শহরবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন আখতার হোসেন বাদল। এ সময় তিনি বলেন, আমি আপনাদের মনোনিত হয়ে দীর্ঘ ১৪ বছরের বেশি সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সুখে দুঃখে, আপদে বিপদে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত করছি। আগামীতে দলের সভাপতি পদে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দলীয় সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি। সেই সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী এবং দলকে সুসংগঠিত করতে সকল দলীয় ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ