বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ২৫ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারীর কার্যালয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা।
জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১৮৮০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে মোট কৃতকার্য হয়েছেন ৪৬৪ শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের তিন বিভাগে ২৪০ আসনের বিপরীতে ২২২৩ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।
হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে উপস্থিত ছিলেন ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. লোকমান হোসেন, প্রফেসর ড. আকবার হোসাইন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।
উল্লেখ্য, ইউনিটের ফল রাত্র ৮টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।