Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালিপাড়ায় চোর সন্দেহে গ্রেফতার ২

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:৪২ পিএম, ২১ জুন, ২০১৬

কোটালিপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালিপাড়ায় চোর সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল রাধাগঞ্জের মাজেদ সিকদারের ছেলে শাহিন সিদকার (৩২) ও বান্ধাবাড়ীর কিরণ মল্লিকের ছেলে কমল মল্লিক (৩০) গতকাল সোমবার রাতে তাদের উপজেলার বুরুয়াবাড়ী গ্রাম থেকে ভাঙ্গার হাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে। এর আগে গত তিন রাতে ঐ এলাকার ১০টি ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতের কারণে ঐ এলাকার গ্রামবাসী অতিষ্ঠ হয়ে রাত জেগে পাহারা দেওয়ার পরিকল্পনা করে। এবং গতকাল সোমবার রাত ১টার দিকে ঐ দুইজনকে গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান শাহিন সিকদার ও কমল মল্লিককে চুরি মামলায় চালান দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ