Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দুই ঘণ্টায় তিন খুনের ঘটনায় মামলা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে সোমবার রাতে মাত্র দুই ঘণ্টার মাথায় তিন খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। নগরীর পাঁচলাইশের হামজারবাগে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার চার যুবক হলেন- সজিব, সায়েম, ফারুক ও সাগর। তারা হামজারবাগ এলাকার থাইফুডের কর্মচারী বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার গভীর রাতে মামলা নথিভুক্ত করা হয়। এর আগে রাত সাড়ে ৮টায় এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজানুর রহমানের (১৭) এবং ১০টায় বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে মো. ইয়াছিনের (১৮) লাশ উদ্ধার করা হয়। দুজনের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুটি ঘটনাই ঘটেছে কয়েক শ গজের মধ্যে। সিএমপির উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, হামজারবাগ এলাকার থাইফুড নামে একটি দোকানের কর্মচারীদের দুই পক্ষের মধ্যে নারীঘটিত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলে আসছিলো। এ জের ধরে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড়ে খুন হন পোশাক কর্মী শহিদুজ্জামান সাগর। সাগরের বাবা শফিউল হক রাতেই থানায় মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ