Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

১ হাউসফুল ফোর
২ উজদা চামান
৩ ড্রাইভ
৪ ষান্ড কি আঁখ
৫ ওয়ার

ড্রাইভ
তরুণ মানসুখানি পরিচালিত হাইস্ট অ্যাকশন ফিল্ম।
কয়েকজন চোর ভারতের সবচেয়ে দুঃসাহসী চুরির পরিকল্পনা করে। এর মধ্যে তারা (জ্যাকলিন ফার্নান্দেজ) দিল্লিতে একটি কুরিয়ার কোম্পানি চালায়, তার বিশেষত্ব হল অপরাধীদের নিরাপতে অন্যত্র সরিয়ে নেয়া। তার সহকারী বিক্কি (বিক্রমজিত বির্ক) আর নয়না (সাপনা পাব্বি)। তারা কাজের বাইরে অবৈধ রেসিংয়ে অংশ নেয়। তারা কিং (সুশান্ত সিং রাজপুত) নামের এক দক্ষ চোরের খোঁজ করছে যে এক জায়গায় চুরি করবার পর পরে কোথায় চুরি করবে তার সূত্র রেখে যায় ইচ্ছা করে। তার পরবর্তী লক্ষ্য হল রাষ্ট্রপতি ভবন। প্রধানমন্ত্রীর দপ্তরের ইরফান (বোমান ইরানি) বিষয়টি জানার পর বিভা সিং (বিভা ছিব্বার) আর হামিদকে (পঙ্কজ ত্রিপাঠী) বিষয়টি নজরে রাখার দায়িত্ব দেয়। বিভা এমন একজন মানুষ যে চোরের কাছ থেকে ৪০ শতাংশ হিসসা নিয়ে তাকে রেহাই পাবার রাস্তা করে দেয়। তারাও রাষ্ট্রপতি ভবনের গুপ্ত সম্পদ চুরির পরিকল্পনা করছিল; কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে তা করা প্রায় অসম্ভব। যদি কেউ তা পারে তবে সে হল কিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ