প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ টার্মিনেটর : ডার্ক ফেইট
২ জোকার
৩ ম্যালাফিসেন্ট : মিস্ট্রেস অফ ইভিল
৪ হ্যারিয়েট
৫ দি অ্যাডাম্্স ফ্যামিলি
হ্যারিয়েট
ক্যাসি লেমন্স পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা ফিল্ম ‘হ্যারিয়েট’। ‘ইভ’স বায়ু’ (১৯৯৭), ‘দ্য কেইভম্যান’স ভ্যালেন্টাইন’ (২০০১), ‘টক টু মি’ (২০০৭) এবং ‘ব্ল্যাক নেটিভিটি’ (২০১৩) লেমন্স পরিচালিত চলচ্চিত্র। ১৮৪৯। মেরিল্যান্ডের এক খামারের ২৭ বছর বয়সী ক্রীতদাসী হ্যারিয়েট টাবম্যান (সিন্থিয়া এরিভো)। এই খামারেই তার জন্ম আর বেড়ে ওঠা। খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে সে দাসত্ব থেকে পলায়ন করে। ফেলে আসে তার স্বামী আর পরিবারকে। সাঁতরে আর হেঁটে সে ১০০ মাইল দূরে ফিলাডেলফিয়াতে উপস্থিত হয়। নিজে মুক্ত হলেও সে তার পরিবারের অন্য সদস্য আর দাসদের কথা মনে রাখে। অন্যদিকে তার মনিব গিডিয়ন (জো অলউইন) তার জীবনের একটি মিশন হিসেবে হ্যারিয়েটকে পাকড়াও করা স্থির করে রেখেছে। মুক্ত জীবনে হ্যারিয়েটের সঙ্গে উত্তরের মারি (জেনেল মোনে) উইলিয়াম স্টিল (লেসলি ওডোম) নামে দুই মুক্ত কৃষ্ণাঙ্গের সখ্য হয়। মারি আর উইলিয়াম জন্ম থেকই মুক্ত তাই হ্যারিয়েটের অবস্থা আর দাসত্ব বিষয়গুলো বোঝে না। কিন্তু তারা তাকে সাহায্য করতে রাজি হয়। আমেরিকার প্রাক-গৃহযুদ্ধ বিরুদ্ধ পরিবেশে শত প্রতিকূলতা ঠেলে পাতাল রেলপথ দিয়ে কয়েক ডজন দাসকে মুক্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।