রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম সরকার ও সাধারণ সম্পাদক পদে সাবেক ভিপি রফিউল ইসলাম নির্বাচিত হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় দলীয় কর্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক এমপি সেলিনা জাহান লিটা, আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, যুবলীগের সভাপতি মেয়র আলমগীর সরকার উপস্থিত ছিলেন। সভাপতি পদে জাহাঙ্গীর আলম সরকার ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাধন বসাক ৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক ভিপি রফিউল ইসলাম ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মহাদেব বসাক ১১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সভাপতি অধ্যাপক সইদুল হক জানান, মোট ভোট ছিল ২৫৫ টি। ১০০% ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ৫টি ভোট নষ্ট হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।