Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিয়ে ফের জেলে তানোর পৌর মেয়র

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী অফিস : প্যারলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোর পৌরসভার মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। হাইকোর্টের বেধে দেয়া সময়ে আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে তানোর পৌর মেয়র হিসেবে তাকে শপথ পড়ানো হয়। বিভাগীয় কমিশনার অফিসে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথবাক্য পাঠ শেষে পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে পুনরায় জেলহাজতে পাঠানো হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, শনিবার সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছায়। আজ সকালে তাকে প্যারলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তানোর পৌরসভার মেয়র হিসাবে শপথ গ্রহণ শেষে ১০টা ২৫ মিনিটে তাকে ফের কারাগারে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, মেয়র হিসাবে শপথ নিতে আসার সময় ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরের দিন তাকে ৭ জানুয়ারি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ