বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় ফকিরহাট থানার এক কনস্টেবল নজরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বটিয়াঘাটার জলমার আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী গুরুতর আহত হন।
নজরুলের মরদেহ খুলনা মেডিক্যাল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত নজরুল ইসলাম ইলাইপুর মল্লিক বাড়ির মৃত ইউসুফ মল্লিকের ছেলে। তিনি ফকিরহাট থাকার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। দেবীপুরে রূপসার দিকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।