প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাস্টারপিস উপন্যাস ‘শ্রীকান্ত’ অবলম্বনে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত ট্রিলজি চলচ্চিত্র নির্মাণ করবেন। অঞ্জন জানিয়েছেন তিন চলচ্চিত্রে সিরিজের প্রথমটির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তিনি আরও জানিয়েছেন ১৯৭০ দশকের নকশালী আন্দোলনের পটভূমিতে প্রথম পর্বটির কাহিনী এগোবে শ্রীকান্ত’র বন্ধু ইন্দ্রনাথের অ্যাডভেঞ্চার নিয়ে। শরৎচন্দ্র ১৯১৭ থেকে ১৯৩৩ পর্যন্ত চার পর্বে ‘শ্রীকান্ত’ উপন্যাস শেষ করেন। “’শ্রীকান্ত’ একটি রাজনৈতিক উপন্যাস যা ৭০ দশকের নকশালী আন্দোলনের সময়কে নিয়ে উপস্থাপন করা সম্ভব। এমনকী আজকের পটভূমিতেও প্রাসঙ্গিক বলেই উপন্যাসটি কালোত্তীর্ণ,” দত্ত বলেন। এই উপন্যাস নিয়ে আগেও বেশ কয়েকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গে, এর মধ্যে ‘রাজল²ী ও শ্রীকান্ত’ এবং ‘ইতি শ্রীকান্ত’ যথাক্রমে ১৯৫৮ ও ২০০৪ সালে মুক্তি পায়। প্রদীপ্ত ভট্টাচার্য’র পরিচালনায় ‘শ্রীকান্ত’ নিয়ে আরেকটি চলচ্চিত্র অচিরেই মুক্তি পাবে। “ইন্দ্র চরিত্রটি আমাকে মুগ্ধ করে, যে অস্পৃশ্যতা বা জাতিভেদের কেয়ার করে না, গোমাংস ভক্ষণ করে আর বাইজি বাড়ি যায়,” দত্ত বলেন। অঞ্জন মনে করেন নির্মাতাদের মহান সাহিত্য নিয়ে কাজ করার সময় এসেছে। তিনি মনে করেন শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এখনও প্রাসঙ্গিক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।