Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়ান ম্যাকেলেনকে দেয়া কেইট বেকিনসেলের বিয়ের প্রস্তাব বহাল আছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অভিনেত্রী কেইট বেকিনসেল জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইয়ান ম্যাকেলেনকে (৮০) একসময় দেয়া তার বিয়ের প্রস্তাব এখনও বহাল আছে। ‘লর্ড অফ দ্য রিংস’ খ্যাত ম্যাকেলেন ১৯৮৮ সালে ঘোষণা করেন তিনি সমকামী। ‘দ্য গুড লায়ার’ ফিল্মের প্রচারণার এক পর্যায়ে তিনি জানান বেকিনসেল তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। অভিনেত্রী হেল মিরেনের সঙ্গে ‘বাজফিড’-এর ‘টু ট্রুথ অ্যান্ড এ লাই’ খেলার সময় ম্যাকেলেন তিনটি তথ্য জানান এর মধ্যে মিরেনকে বলতে হবে কোনটি মিথ্যা। ম্যাকেলানের তিনটি তথ্য ছিল : “ আমার প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়নি। আমি ‘হ্যারি পটার’ সিরিজের ডাম্বলডোর চরিত্র ফিরিয়ে দিয়েছিলাম। কেইট বেকিনসেল আমাকে একসময় বিয়ের প্রস্তাব দিয়েছিল।” শেষ তথ্যটি শোনার পর মিরেন : “আমি বুঝতে পারছি কেন একজন সুন্দরী আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটা বিশ্বাসযোগ্য।” কয়েকদিন পর বেকিনসেল (৪৬) একটি প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লিখেন : “ প্রস্তাব এখনও বহাল আছে @ইয়ান ম্যাকেলেন।” ঠিক জানা যায়নি বেকিনসেল কবে এই প্রস্তাব দিয়েছিলেন। বেকিনসেল আর স্যার ইয়ান ম্যাকেলেন ১৯৯৫-এর টিভি চলচ্চিত্র ‘কোল্ড কমফোর্ট ফার্ম’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ