Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কালো মেয়েদের’ তালিকায় মালাইকা অরোরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অভিনেত্রী মালাইকা অরোরা জানিয়েছেন গায়ের বর্ণ কালো বলে তিনি তার শুরুর দিনগুলোতে পক্ষপাতের শিকার হয়েছেন। “আমি যখন এই জগতে পা রাখি তখন গায়ের রঙ কালো না ফর্সা এই বিষয়টি খুব প্রকট ছিল আর আমাকে কালোদের তালিকায়ই পড়তে হত, তাই প্রথম দিকে আমাকে এই পক্ষপাতের শিকার হতে হত,” মালাইকা নেহা ধুপিয়ার চ্যাট শোতে বলেন। ‘ছাইয়া ছাইয়া’, ‘গুড় নাল ইশক মিঠা’, ‘মাহি ভে’, ‘কাল ধামাল’ এবং ‘মুন্নি বাদনাম হু্য়’ি গানগুলোর সঙ্গে পারফর্ম করে মালাইকা বলিউডে একবারে প্রথম সারির তারকার মর্যাদা লাভ করেন এক সময়। এক সন্তানের মা এবং আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকার সঙ্গে অভিনেতা অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে খুব আলোচনা চলছে। তিনি জানান নিন্দুক ও বিরূপ সমালোচনাকারীদের ধার ধারেন না তিনি। “ব্যক্তিগতভাবে আমি কেয়ার করি না। যারা এমন কথা বলে বা আচরণ করে তাদের জন্য আমার খারাপ লাগে। মানে, তার মাথায় গন্ডগোল আছে আর আত্মমর্যাদাবোধ নিশ্চয়ই কম নয়তো কেন একজন মানুষ অন্যকে ছোট করবে, কোনও কাজ না থাকলেই কেউ মনে করতে পারে,” তিনি বলেন, “ সেই মানুষটির নিশ্চয়ই ব্যক্তিগত সমস্যা আছে। তাকে কেই চিনবে না মনে করে সে, মনে করে এটা তার জন্মগত অধিকার। আমার আসলেই তাদের জন্য করুণা হয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ