রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের একটি কলা বাগানে আরিফুল ইসলাম আসিফ (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আরিফুল ইসলাম আসিফ কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রামদাস হরিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে। সে স্থানীয় হেলাল উদ্দিনের বাড়িতে সহকর্র্মীদের সাথে ভাড়া থেকে মিতালী গ্রুপের কে.এস.এস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় চাকরি করতো।
শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, দুই মাস আগে সে ওই কারখানায় চাকরি নেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ তাকে অক্টোবর মাসের বেতন পরিশোধ করে। সন্ধ্যায় সে কারখানা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো। গতকাল শুক্রবার সকালে কলা বাগানের শ্রমিকেরা কাজ করতে এসে বাগানের পাশে রক্ত দেখতে পায়। পরে পাশের একটি কূপ কলাপাতার পাতার নিচ থেকে লাশ সনাক্ত করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা ওই যুবকের লাশ উদ্ধার। শ্রীপুর থানা ওসি জানান, হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।