বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোটার : ক্রেন বেল্ট অপারেটর বিল্লাল হোসেনকে (৩৮) হত্যার পরে গুম করার উদ্দেশ্যে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়ায় সেভেন হর্স সিমেন্ট কারখানায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আইলপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে পুলিশ বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে।
এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে উত্তেজিত শ্রমিকেরা যোগ দিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় সেভেন হর্স সিমেন্ট কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে। বিল্লাল হোসেন আইলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাত থেকে বিল্লাল নিখোঁজ ছিলেন।
এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, নিহত শ্রমিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিল্লালকে হত্যা করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।