Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রেলের আরও সাড়ে ৫ একর জমি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চলমান উচ্ছেদ অভিযানে গতকাল বৃহস্পতিবার রেলওয়ের আরও সাড়ে পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। নগরীর পাহাড়তলী আমবাগানের ভাঙারপুল এলাকায় ১২২০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। রেলয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম জানান, উচ্ছেদ অভিযানে সেমিপাকা ও কাঁচা ১২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের বিরতি চলাকালে দখলদারদের ছোঁড়া ইটের আঘাতে একজন বুলডোজার চালক সামান্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, খুলশী থানার ৬০ জন পুলিশ, জিআরপির ১১জন ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ১৭জন সদস্য অভিযানে অংশ নেন। গত এক মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় অভিযান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ