বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলমান উচ্ছেদ অভিযানে গতকাল বৃহস্পতিবার রেলওয়ের আরও সাড়ে পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। নগরীর পাহাড়তলী আমবাগানের ভাঙারপুল এলাকায় ১২২০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। রেলয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম জানান, উচ্ছেদ অভিযানে সেমিপাকা ও কাঁচা ১২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের বিরতি চলাকালে দখলদারদের ছোঁড়া ইটের আঘাতে একজন বুলডোজার চালক সামান্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, খুলশী থানার ৬০ জন পুলিশ, জিআরপির ১১জন ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ১৭জন সদস্য অভিযানে অংশ নেন। গত এক মাসের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় অভিযান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।