Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকাসহ এলএ শাখার কর্মচারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 নগদ টাকা ও চেকসহ চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ (ল্যান্ড একোজিশন) শাখার এক চেইনম্যানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। গতকাল বৃহস্পতিবার নগরীর ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল ইসলামের কাছ থেকে নগদ সাত লাখ টাকা ও ৯১ লাখ টাকার চেক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভূমি অফিসের বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কাজ করে দেয়ার নাম করে এসব চেক নেয়া হয়েছে। তার কর্মস্থল ছিল ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে। দুদক কর্মকর্তারা জানান, নজরুলের মালিকানাধীন তিনটি দোকান রয়েছে চিটাগাং শপিং কমপ্লেক্সে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ