Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান নিয়ে ব্যস্ত সঙ্গীতশিল্পী উপমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

উপমা তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী। তিনি গান করছেন বেশ ক’বছর ধরে। একাধারে লাইভ কনসার্ট, টিভি সঙ্গীতানুষ্ঠান, প্লেব্যাক, মিউজিক ভিডিও ইত্যাদি মাধ্যমগুলোতে পারফর্ম করছেন। রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেইসবুক অফিসিয়াল ভ্যারিফাইড পেইজ, ইন্সটাগ্রাম একাউন্ট। সম্প্রতি উপমার কথা হয়। বর্তমান কাজ প্রসঙ্গে উপমা বলেন, স্টেজ শো, টিভি প্রোগ্রাম, গান নিয়ে ব্যস্ত সময় কাটছে। আর পড়াশুনা ওপরীক্ষা তো আছেই। সবমিলিয়ে ব্যস্ততার মধ্যে আছি। উপমা বলেন, আমি নিজেকে আধুনিক গানের শিল্পি মনে করি। তবে ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত করতে পছন্দ করি। বর্তমানে একজন শিল্পীর জনপ্রিয়তা তুলনা করা হয় ইউটিউব ভিউÑএর মাধ্যমে। এ প্রসঙ্গে উপমা বলেন, ‘ভিউ’ দিয়ে গান হিট-ফ্লপ বা শিল্পীর যোগ্যতা নির্ধারণ করা ঠিক নয়। তবে গান যেরকমই হোক না কেনো, শ্রোতা-দর্শকের কাছে পৌঁছাতে হবে। তারাই হিট-ফ্লপ বিচার করবে। তাদের ‘কমেন্ট’ও গুরুত্বপূর্ণ। এটাকে আমি খুবই গুরুত্ব দিই, কারণ কমেন্ট থেকেই গানটির প্রতি শ্রোতার ‘গ্রহণযোগ্যতা’ বলে দেবে। গানের অডিওÑভিডিও’র মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে উপমা বলেন, আগে গান প্রাধান্য পাবে এরপর ভিডিও। অনেকে গানের চেয়ে ভিডিওকে প্রাধান্য দেয় বেশি। এ কারণে গানের মূল লক্ষ্যটি হারিয়ে যাচ্ছে। ফলে একজন শিল্পীর স্থায়িত্বও কমে যাচ্ছে। এ সময়ে তার গান সম্পর্কে উপমা বলেন, ২ টি গানের অডিও কম্পোজিশনের কাজ প্রায় শেষ। তার মধ্যে একটি বেলাল খান-এর সুরে। একটি দেশের গানের কাজ চলছে রবিউল ইসলাম জীবন-এর কথায়। এগুলো শিঘ্রই প্রকাশিত হবে। উপমা বলেন, আমার লক্ষ্য, আগে ভালো করে গান শেখা, তারপর গানের জগতে প্রতিষ্ঠা পাওয়া। রঙিন ভিডিওর দিকে লক্ষ্য না করে অডিও গানটির প্রতি যতœ নিয়ে ঠিকভাবে গাওয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ