Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দারের নতুন গানের মডেল জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম


জীবনমুখী গানের গায়ক হায়দার হোসেন। নিজেই গানের কথা, সুর ও সংগীতায়োজন করেন। তার গাওয়া ‘আমি ফাইস্যা গেছি মাইনকা চিপায়’, ‘মন কী যে চায় বলো’, ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ গানগুলো শ্রোতাদের মাঝে বেশ আলোড়ন তোলে। দীর্ঘদিন পর এই গায়ক নতুন গান নিয়ে ফিরছেন। তার নতুন গানের নাম ‘অল্প বয়সী বউ’। গানটি হায়দার হোসেন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানের ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী নাবিলা ইসলাম। অল্প বয়সী বউ গানটি লিখেছেন ও সুর করেছেন হায়দার হোসেন। এর সংগীতায়োজন করেছেন অনিক ফয়সাল। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা জাহিদ হাসান নিজেই। তার প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়ালের ব্যানারে এটি নির্মিত হয়েছে। এতে নৃত্য পরিচালনা করেছেন জাহিদ হাসানের স্ত্রী জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ