প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ হাউসফুল ফোর
২ উজদা চামান
৩ ড্রাইভ
৪ ষা- কি আঁখ
৫ ওয়ার
উজদা চামান
অভিষেক পাঠক পরিচালিত কমেডি ফিল্ম। কন্নড় ফিল্ম ‘অন্ডু মোট্টেয়া কাঠে’র (২০১৭) রিমেক।
চমন কোহলি (সানি সিং) দিল্লিবাসী এক হিন্দি ভাষার অধ্যাপক। ৩০ বছর বয়সেই তার টাক পড়েছে বেশ অনেকটাই। এ নিয়ে তার ছাত্র, বন্ধুবান্ধব, এমনকী পরিবারেও হাস্যাস্পদ হতে হয় তাকে। বলাই বাহুল্য বিয়ের বাজারে তার দাম অনেকটাই পড়ে গেছে। কনে দেখে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় বলে তার আর বিয়েতে আগ্রহ নেই। কিন্তু বাবা-মায়ের চাপে তাকে ফের কনে দেখার মিশনে অংশ নিতে হয়। এদিকে জ্যোতিষী (েিসৗরভ শুক্লা) জানিয়ে দিয়েছে ৩১ পেরোবার আগে বিয়ে না করলে চমনকে সারা জীবন কুমার থেকে যেতে হবে। তাই শেষ একবার চেষ্টা করে দেখবে চমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।