Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুর্নাম আর বিআরটিএ দুটি শব্দ যেন যুক্ত: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম

‘দুর্নীতিবাজ লোকদের দায়িত্ব আমি কেন নেব? আমার একটাই কথা সুনামের ধারা বিআরটিএকে ফিরিয়ে আনতে হবে।’- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) প্রসঙ্গে এসব কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ বৃহস্পতিবার সকালে বনানীতে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন আইন ও জনসচেতনতা তৈরিতে এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নাম আর বিআরটিএ দুটি শব্দ যেন যুক্ত। এই আবর্ত থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়েছে, বিআরটিসিতেও আমি একই কথা বলেছি। সমস্যা হলে আমি আছি, সচিব আছে, যেকোনো উপায়েই এখানে খারাপ কাজ পরিহার করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সামনে আমার পার্টি এবং সহযোগী সংগঠনের সমাবেশ। কিন্তু যত ব্যস্ততাই থাকুক আমি অফিসে আসব। অফিসের কাজে আমি অবহেলা করব না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ