বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে এই নৌপথের সকল ফেরি চালু করা হয়।
এরপর থেকে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হচ্ছে।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে এ নৌ-পথে ফেরি চলাচল বন্ধ করা হলে শত শত যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান,সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশার তীব্রতা বেড়ে এই নৌ-পথ আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
পাটুরিয়া ঘাটে আরো চারটি এবং দৌলতদিয়া ঘাটে ১২টি ফেরি পন্টুন ও এর পাশে অবস্থান করে। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা তীব্রতা কমে গেলে আবার ফেরি চালু করা হয়েছে বলে জানান সালাউদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।