Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে মেহজাবিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মডেল-অভিনেত্রী মেহজাবিন নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তিনি প্রসাধনী সামগ্রী আয়ুস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এই পণ্যেরই নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সম্প্রতি এফডিসিতে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়। এতে মেহজাবিনের সঙ্গে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আশফাক উজ্জামান বিপুল। মেহজাবিন বলেন, ‘এ পণ্যের বিজ্ঞাপনে আগেও মডেল হয়েছি। এই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনটি করলাম। বিপুল ভাই বেশ গুছিয়ে কাজ করেছেন। আশা করছি, নতুন বিজ্ঞাপনটিও দর্শক মন জয় করবে। বিপুল বলেন, মেহজাবিনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব সিরিয়াস একজন মডেল। নির্মাতা হিসেবে তার কাজে এবং সহযোগিতায় আমি তৃপ্ত।’ বিপুল জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলেই প্রচারে আসবে। এদিকে মেহজাবিন তার মিডিয়া জীবনের এক দশক পূর্ণ করলেন। মেহজাবিন বলেন, ‘দেখতে দেখতে মিডিয়া জীবনের এক দশক পেরিয়ে গেলো। অথচ ভাবলে অবাক হই, মনে হয় এই তো মাত্র কয়েকদিন আগের কথা। আমি আমার আজকের অবস্থানের পেছনে আমার বাবা মায়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ আমার বাবা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আর আমার মা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ