Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গার্মেন্টসের মধ্যে পেঁয়াজ না ঢোকানোর অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৪:০০ পিএম

‘গার্মেন্টসের মধ্যে পেঁয়াজ ঢুকাইয়েন না। এমনিতেই ঝাঁজে বাঁচছি না।’- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মন্তব্য করেছেন।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে গার্মেন্টস শিল্পের বিদ্যমান সমস্যা নিয়ে সভা করেন বাণিজ্যমন্ত্রী। এখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

সভা শেষে এক সাংবাদিক বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে সবসময় পাই না, পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’ উত্তরে টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজ ইমপ্রুভ করছে আশা করি।’

গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর থেকেই দেশে পেঁয়াজের দাম কয়েক গুণ বেড়েছে। এর আগে ৫০-৬০ টাকায় কেজি দরে বিক্রি হলেও মাসখানেক ধরে দাম একশর নিচে নামেনি। বরং গত সপ্তাহেও দেড়শ টাকারও বেশি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে খুচরা বাজারে। এখনও সেই ধারা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ