Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদারীপুরে স্ত্রীর যাবজ্জীবন

পরকীয়া প্রেমে স্বামী হত্যা

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যাকান্ডের ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মাদারীপুর জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার এ রায় প্রদান করেন। আদালত একই সাথে দন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ত অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হচ্ছে: জেলার কালকিনি উপজেলার ধুয়াসার গ্রামের সিরাজ বেপারীর মেয়ে আসমা বেগম (৩২)।
মামলার সুত্রে জানা গেছে, জেলার ডাসার থানার ছত্তার সরদারের ছেলে আলহাজ সরদার একই থানার ধুয়াসার গ্রামের সিরাজ বেপারী মেয়েকে আসমাকে ১১ বছর পুর্বে বিবাহ করে। পরে রামনগর গ্রামের লাল মাহমুদ সরদারের ছেলে রাব্বী সরদারের ছেলের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়। ওই ঘটনার জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক দ্ব›দ্ব সৃস্টি হয়। গতবছর ১৩ জানুয়ারী রাতে আসমা স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ওই ঘটনায় আসমা ও রাব্বীকে আসামি করে মামলা দায়ের করে নিহতের বোন সাজেদা বেগম।
এস আই জসিমউদ্দিন তদন্ত শেষে রাŸীকে অব্যাহতি দিয়ে চার্জশীট প্রদান করেন। আদালত উপযুক্ত প্রমানাদী শেষে এ রায় প্রদান করেন। সরকারি কৌশলী সিদ্দিকুর রহমান সিং বলেন, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ