রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রশাসনিক কারণে বদলিকৃত দিনাজপুরের হাকিমপুর থানার ওসিসহ ১২ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মাদকব্যবসায়ীদের মিষ্টি বিতরনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। কমিউনিটি পুলিশিং, মাদক নির্মুল কমিটি ও সর্বস্তরের সচেতন নাগরিকের আয়োজনে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূর্চী পালন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, কমিউনিটি পুলিশেরসদস্য, স্কুল ও কলেজের ছাত্রসহ বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, হিলিকে মাদকমুক্ত করতে বদলিকৃত ওসিসহ পুলিশের টিমটি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে নানামুখি অভিযান পরিচালনা করার কারনে হিলিতে মাদকের প্রবনতা অনেকটা কমে এসেছিল। সম্প্রতি ওসিসহ ১২ কর্মকর্তাকে একযোগে অন্যত্র বদলীর প্রেক্ষিতে মাদকব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ও সেই সাথে মিথ্যা অপপ্রচারের প্রেক্ষিতে মাদকব্যবসায়ীদের জয় হয়েছে উল্লেখ করে এসবের তিব্র নিন্দা জানান, সেই সাথে সেই আদেশ পুন:বিবেচনার দাবি জানান। এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, স্টুডেন্ট বেস কমিউনিটি পুলিশিং ইউনিটের সাধারণ সম্পাদক মুহিত আহম্মেদসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।