প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিথিলা-ফাহমির ‘অন্তরঙ্গ’ ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। শেয়ারের পাশাপাশি ছবিগুলোতে পড়ছে বাজে মন্তব্যও। বিষয়টি নিয়ে শুধু মিথিলা-ফাহমিই নয়, বিব্রত পুরো শোবিজ অঙ্গন। বিষয়টি নিয়ে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘যে দেশে ভালোবাসা খারাপ, হস্তমৈথুনে পুরুষত্ব। সে দেশে সাংবাদিকতা খুব স্বাভাবিক বিচারে এরকম হবে। বি স্ট্রং।’
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুকে লিখেছেন, ‘অন্যের কিছু (তা যতই খারাপ হোক) যখন আপনি শেয়ার করছেন তখন আপনিও খুব ভালো কিছু করছেন না।’
অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘যে যে তার নিজের ওয়ালে অন্যের পার্সোনাল এবং নেগেটিভ নিউজ শেয়ার করবে আমি তাদের ব্লগ করবো।’
আয়নাবাজি'খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘বাংলাদেশে ফেসবুক পেইড করে ফেলা উচিৎ। নূন্যতম ১০০০ টাকা দিতে হলে অনেকেই ঝড়ে যাবে এখান থেকে। আমাদের দরকার নেই ফ্রি ফলোয়ারদের। আমাদের দরকার নিরাপদ ও সুস্থ সোশ্যাল মিডিয়া।’
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি লিখেছেন, ‘ভালোবেসে প্রেমিককে চুমু খেয়েছি, প্রেমিকের বুকে মাথা রেখে প্রাণ জুড়িয়েছি, তাতে কার বাপের কি, মায়ের কি বা চৌদ্দগুষ্ঠির কি? কেউ পাবলিক ফিগার বা জনপ্রিয় হলে তার ব্যক্তিগত মুহূর্তগুলো বা ভালোবাসার অধিকার কি উধাও হয়ে যেতে হবে? উনাকে আপনাদের কাস্টোমাইজড অনুযায়ী ফাঙ্কসোনাল অমানব রোবট হয়ে যেতে হবে? যেন আপনারা সবাই ধোয়া তুলশী পাতা! আদরে, ভালোবাসায় আবিষ্ঠ থাকতে সবাই চায়, সবাই ভালোবাসে। বোঝা গেল? বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে?’
অভিনেতা পাভেল ইসলাম লিখেছেন, ‘ধরুণ মিথিলা নামে আপনার একটা বোন আছে, যে একজন শিক্ষিকা, যার একটি ছোট কন্যা সন্তান আছে। সম্প্রতি তার ডিভোর্স হয়েছে। পরবর্তীকালে তার কারও সাথে একটি সম্পর্ক হয়েছে, হোক তা বৈধ বা অবৈধ; আপনি কি পারতেন আপনার বোনের সেইসব গোপন ছবি ভাইরাল করতে? এগুলো করে না আপনার সম্মান বাড়ে, না সমাজের, না দেশের! কী লাভ বলেন! আপনি আজ মরলে কাল দুইদিন! মাথা মোটা হইয়েন না।’
তাদের পাশাপাশি এমন অনেক তারকারাই মিথিলা ও ফাহমিকে নিয়ে লিখছেন। অনেক তারকারা আবার মিথিলা-ফাহমির সংবাদ প্রকাশ করায় ক্ষোভও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার একটি ফেসবুক গ্রুপ থেকে মিথিলা-ফাহমির বেশ কিছু ‘অন্তরঙ্গ’ ছবি পোস্ট করা হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।