Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোচিপ কিলোকোর

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

কিলোকোর নামের নতুন এই চিপটির সর্বোচ্চ কম্পিউটেশন রেট প্রতি সেকেন্ডে ১.৭৮ ট্রিলিয়ন ইন্সট্রাকশন। এটিতে ৬শ ২১ মিলিয়ন ট্রানসিস্টরস বিদ্যমান। বিশ্বের প্রথম ১ হাজার প্রসেসরের মাইক্রোচিপ তৈরি করেছে একদল মার্কিন বিজ্ঞানী। আর এটিকেই বিশ্ববিদ্যালয় লাবে তৈরিকৃত সবচেয়ে দ্রুতগতির চিপ বলে মনে করা হচ্ছে। শক্তি-সাশ্রয়ী মাইক্রোচিপটি ক্যালফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল বিজ্ঞানী তৈরি করেছেন। কিলোকোর নামের নতুন এই চিপটির সর্বোচ্চ কম্পিউটেশন রেট প্রতি সেকেন্ডে ১.৭৮ ট্রিলিয়ন ইন্সট্রাকশন। এটিতে ৬২১ মিলিয়ন ট্রানসিস্টরস বিদ্যমান। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর বেভান ব্যাস বলেন, আমাদের জানা মতে, এটিই বিশ্বের প্রথম ১ হাজার-প্রসেসর চিপ। বিশ্ববিদ্যালয়ে তৈরিকৃত কোন প্রসেসর চিপের মধ্যে এটিতেই সর্বোচ্চ ক্লক রেট বিদ্যমান। আইবিএমের সহায়তায় ৩২ ন্যানো মিটার সিএমওএস প্রযুক্তিযুক্ত প্রত্যেক প্রসেসর কোর স্বাধীনভাবে নিজস্ব ছোট প্রোগ্রাম চালাতে পারে। ইঞ্জিনিয়ার দলটির মতে, এ পর্যন্ত অনেক চিপই তৈরি হয়েছে কিন্তু কোনটিই ৩০০ প্রসেসরে উপরে যেতে পারেনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইক্রোচিপ কিলোকোর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ