Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে নিজের মাকে হত্যার দায়ে ফারুক শেখ (৩০) নামে নিহতের ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেয়। সাজাপ্রাপ্ত ফারুক শেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ শেখের পুত্র।
রাষ্ট্রপক্ষের কৌশলী বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই বিকাল ৪টার দিকে মা হাসিনা বেগম (৫০) ঘরের সাংসারিক কাজ করার সময় হঠাৎ তার ছেলে ফারুক শেখ কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এসে ফারুক শেখকে ধরে ফেলে। পরে গুরুতর আহত হাসিনা বেগমকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত হাসিনা বেগমের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে ভাই ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুক শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ