Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি’র এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার পরিক্ষার প্রথম দিনে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিট এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন শেষে শীঘ্রই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্ব স্ব ইউনিট সমন্বয়কারী।

সূত্র মতে, সকাল সাড়ে ৯টায় ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২২২৩ জন শিক্ষার্থী ফরম অংশ গ্রহণ করে। দিনের ২য় ও ৩য় শিফটে ব্যাবসায় প্রশাসন অনুষদ ভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। পূর্বের ভুল এড়াতে এবছর ১ম শিফটে বাণিজ্য শাখা ও দ্বিতীয় শিফটে অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা নেয়। এবারের ভর্তি পরীক্ষায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটসহ বিএনসিসি ও রোভার স্কাউট।

এ ইউনিটের পরিক্ষার্থী মাসরুর আহমেদ বলেন, ‘পরিক্ষার প্রশ্নপত্রে এবং উত্তর পত্রে ১টি বানান ভুল ছাড়া কোন অসংঙ্গতি দেখা যায়নি। প্রশ্নের মান মোটামুটি ভালো হয়েছে আশাকরি চান্স পাবো।’

ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. লোকমান হোসাইন বলেন,‘ ‘এ’ ইউনিটে কোন রকম ক্রটি ছাড়ই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ^বিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করায় সাধুবাদ ও অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িরঁ.ধপ.নফ ) থেকে জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ