বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি সনদ বহাল রাখার দাবিতে গতকাল সকালে নগরীর আমচত্তর এলাকায় রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির ৫ নম্বর ধারা পরিবর্তনের দাবি জানান। তা না হলে বড় ধরনের কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং টেকনোলজি একটি শত বছরের পুরনো টেকনোলজি। এটির চাহিদা দেশ বিদেশে অনেক, এটি একটি স্বতন্ত্র বিভাগ। কিন্তু বাকাশিবোর ৫ নম্বর ধারায় এর সাথে সিভিল বিভাগকে এক করা হয়েছে। সার্ভের সাথে সিভিলকে এক করা হোক আমরা এটা চাই না।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহমুদ বলেন, বাংলাদেশে প্রায় সব প্রকৌশল বিভাগ এবং ভূমি অফিসে শিক্ষার্থীদের জন্য পদ আছে। তাই চাকরির ক্ষেত্রে সরকারি-বেসরকারি যে কোন ক্ষেত্রে সার্ভে শিক্ষার্থীদের সমস্যা হয় না। সার্ভেয়িং টেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীরা সিভিল টেকনোলজিতে চাকরি করতে পারবে। কিন্তু সিভিল থেকে সার্ভেয়িং এ পারবে না। তাই কোনভাবেই সার্ভেয়িং টেকনোলজি ইমাজিং টেকনোলজি হতে পারে না। আমরা চাই না দু’টো বিষয় এক হোক। এটা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। দুটো আলাদা বিষয়, দুটোর শিক্ষার্থীরা আলাাদা সনদ পাবে এটিই চাই। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে নানা শ্লোগান দেন।
দাবি পূরণ না হলে আবার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।