Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই পেলেন কেভিন স্পেসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

‘হাউস অফ কার্ডস’ তারকা কেভিন স্পেসি যৌন হয়রানির মামলা থেকে রেহাই পেয়েছেন। অভিযোগকারী স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তর তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করেছে। অভিযোগকারী এক পুরুষ ম্যাসাজ থেরাপিস্ট, সে অভিযোগ করেছিল অভিনেতাটি ২০১৬ সালের অক্টোবরে শরীর মালিশের এক সেশনে তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন এবং তার পুরুষাঙ্গ ধরার জন্য জোর করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগে অভিযোগ করার পর ২০১৮’র জুলাইতে অভিযোগটি তদন্তের জন্য ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে স্থানান্তর করা হয়। সেই থেকে ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তর অভিযোগটি তদন্ত করে আসছিল। স¤প্রতি অভিযোগকারীর আইনজীবী স্পেসির আইনজীবীকে জানায় তার মক্কেল এক মাস আগে ক্যান্সারে মারা গেছি। এর পর গত সপ্তাহে ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তরের যৌন অপরাধ ইউনিট মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তর এর আগে স্পেসির বিরুদ্ধে আরেকটি মামলা সংবিধির সীমাবদ্ধতার কারণে গ্রহণ করেনি। গত জুলাইয়ে নানটুকেটের সরকারি কৌসুলি প্রমাণের অভাবে স্পেসির বিরুদ্ধে অনুরূপ অভিযোগ গ্রহণ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ