Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাগিনের ভূমিকায় সুদীপ্তা ব্যানার্জী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এই নভেম্বরে সুদীপ্তা ব্যানার্জী নতুন একটি সিরিয়াল নাগিনের ভূমিকায় অভিনয় শুরু করতে যাচ্ছেন। তিনি জানিয়েছেন অনেক আগে থেকে তিনি এমন ভূমিকায় অভিনয় করতে চেয়েছেন, এই প্রথম সেই সুযোগ পেলেন। এক ইচ্ছাধারী নাগিন কে নিয়ে আসন্ন এই সিরিয়ালের কাহিনী, আর প্রধান ভূমিকায় অভিনয় করবেন সুদীপ্তা। “ এটি খুব গø্যামারাস একটি চরিত্র আর আমি ভিন্নভাবে এই চরিত্রটি করব। আমি নিশ্চিত দর্শকরা পছন্দ করবে,” তিনি বলেন। চরিত্রটি খল হলেও তিনি বৈচিত্্আনতে পারবেন বলে আশা করেন। সুদীপ্তা এর আগে ‘সাত ভাই চম্পা’ এবং ‘নজর’ নামে আরও দুটি ফ্যান্টাসি সিরিয়ালে অভিনয় করেছেন এটি এই ধারায় তার তৃতীয় সিরিয়াল। স্টার জলসার ‘নজর’ সিরিয়ালে তিনি মায়া নামে ২০০ বছর বয়সী এক ডাইনীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এটি অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা অভিনীত হিন্দি সিরিয়াল ‘নজর’ অবলম্বনে নির্মিত। সুদীপ্তা ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে সুদীপ্তা দানব রানি মণিমল্লিকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘সাত ভাই চম্পা শেষ হবার পর তিনি মাঝে মাঝে ছোট চরিত্র করলেও নিয়মিত হননি। “বড় প্রজেক্টে কাজ করার পর আমি লম্বা বিরতি দিয়ে থাকি। আমি ভ্রমণে যাই আর নিজের মত জীবন যাপন করি,” সুদীপ্তা আরও বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ