Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ ঘণ্টা পর উত্তরবঙ্গ-ঢাকা রুটে রেল যোগাযোগ শুরু

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সায়েদাবাদ রেলস্টেশনে ‍লাইনচ্যুত ট্রেনের বগির চাকা মেরামত করা হয়েছে। এতে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত চারটি চাকা মেরামত শেষে ওই রুটে ট্রেল চলাচল স্বাভাবিক হয়। এরআগে সকাল সাড়ে ৮টায় মালবাহী ওই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত চাকা মেরামত করে। তিনি জানান, পাথর বোঝাই করে মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় ‌আসার পথে দুটি বগি লাইনচ্যুত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ