Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ প্রকল্প উদ্বোধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে ৪০ কোটি টাকার ভিন্ন ভিন্ন ৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের লক্ষে পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঈশ্বরগঞ্জ পৌরসভা ৬টি প্রকল্পের কাজ তদারকি ও বাস্তায়বয়ন করছে। ৬টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। প্রকল্পগুলো হচ্ছে রাস্তা, ড্রেন ও গাইড ওয়াল ১২৩টি, স্যানিটারি টয়লেট ৪৫০টি, নলক‚প ২০০টি, ডাস্টবিন ২০টি, মোবাইল ডাস্টবিন ২০টি, পাবলিক টয়লেট ১৫টি এর মধ্যে ৩০ কিলোমিটার পাইপ লাইন স্থাপন শেষে বাণিজ্যিক ও আবাসিক ভাবে সাড়ে তিন হাজার গ্রাহককে সংযোগ দেওয়া হবে। প্রকল্পটি উদ্বোধনের সময় ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী প্রকৌশলী সামিউল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাউসার আহাম্মেদ, পৌর সচিব কামরুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আ. হেকিম, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, আ. হাইসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। প্রকল্পটি উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন, জামিয়া গাফুরিয়া দারুছ্ছুন্নাহ ইসলামপুর মাদরাসার মোহতামিম মাওলানা নূরুল আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ