রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডে কাস্তা দারুস সুন্নাহ কওমি হাফিজিয়া মাদরাসার একটি আধাপাকা টিনশেড ঘর ও ঘরে রাখা সব আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ওই মাদরাসার প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে মাদরাসা কর্তৃপক্ষ দাবি করেন। উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
মাদরাসার মুহতামিম ইসমাইল হোসেন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদরাসার আধাপাকা টিনশেড ঘরের চাল, বই পুস্তক, আসবাবপত্র, ছাত্রদের পোশাক, তৈজসপত্রসহ যাবতীয় পুড়ে ছাঁই হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, তিনি এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিয়মানুযায়ী সব রকমের সহায়তা কাস্তা দারুস সুন্নাহ কওমি হাফিজিয়া মাদরাসায় করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।