Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ দিন পর চালু হলো সিলেট-ঢাকা মহাসড়ক

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারের শেরপুর ব্রিজের সংস্কারকাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়ক ১২ দিন বন্ধ থাকার পর আজ সোমবার ভোরে খুলে দেয়া হয়েছে।
সংস্কারকাজের জন্য গত ৯ জুন সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকায় বিকল্প হিসেবে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে গাড়ি চলাচল করেছে।
সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর সেতুর উত্তর অংশের আরসিসি ঢালাই ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ মেরামতের জন্য ৯ থেকে ২২ জুন পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই তা খুলে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ