Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে পিকআপ ভ্যানের চাপায় মো. আবদুল গফুর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে সোনাইমুড়ি-বেগমগঞ্জ সড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ইউনিয়নের বগাদিয়া গ্রামের উত্তর পোল এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল গফুর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে হেঁটে হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন আব্দুল গফুর। তিনি বগাদিয়া উত্তর পোল এলাকায় পৌঁছালে সোনাইমুড়ী থেকে চৌমুহনীর উদ্দেশে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ