Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

আসিফের নাম ভাঙিয়ে ফেসবুকের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নামে ইন্টারনেট ভিত্তিক লাইভ অ্যাপ বিগোতে তার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে আসিফ তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে সবাইকে সতর্ক করে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, বিগো লাইভে এসে আমার (আসিফ) নাম ভাঙ্গিয়ে সাধারণ শ্রোতাদের সাথে প্রতারণা করে যাচ্ছে এক টাউট। সেখানে সে চাঁদাবাজিসহ মানুষের সাথে দুর্ব্যবহার করছে। আমি বিগো লাইভে কখনো আসিনি, অতো সময়ও আমার হাতে নেই। যে কাজটি করছে সে মগবাজারের দুই কিলোমিটার মধ্যে থাকে। তাকে ট্র্যাক করা গেছে। শিঘ্রই ধরা পড়বে। আসিফ লিখেন, আমার বত্রিশ লাখ ফ্যান সমৃদ্ধ ভেরিফাইড ফেইসবুক পেইজ-এর সাথে আরেকটি পারসোনাল আইডি আছে, সেটার ফলোয়ার প্রায় দুই লাখ। আমি কখনো কারো কাছ থেকে এই আইডি থেকে টাকা চাইনি। একশ্রেণীর প্রতারক দীর্ঘদিন আমার নাম ভাঙ্গিয়ে সহজ সরল আসিফ প্রেমীদের কাছ টাকা নিচ্ছে বলে অনেক অভিযোগ এসেছে, এতে আমি বিব্রত। আমি এবং আমার পরিবার আললাহর রহমতে যথেষ্ট স্বচ্ছল, কোন অর্থ সাহায্যের প্রয়োজন নেই। আর ইনবক্সে প্রেমের ব্যাপারে সাবধান থাকুন, প্রস্তাবিত প্রেমিকের সঙ্গে প্রয়োজনে ভিডিও কলে কথা বলুন। আমার স্ত্রী ইনবক্স চেক করে, আমি শুধু কাজের প্রয়োজনে ম্যাসেঞ্জার ব্যবহার করি। তিনি লিখেন, কয়েক দিন আগে আমার ফ্যান পেইজ হ্যাকড হয়েছিল, যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করেছি। মোট ৭১ জন হ্যাকারের নাম আর অ্যাড্রেস পেয়েছি। আমারটা যে হ্যাক করেছে সে টাঙ্গাইলের ছেলে, বয়স কম হওয়াতে মামলা করিনি। আমি চাইনি ছাত্রজীবনে সে এবং তার পরিবার দীর্ঘমেয়াদী ঝামেলায় পড়–ক। আমি চাই সে তার মেধাকে ভাল কিছুতে কাজে লাগাক। তবে তাকে দেখতে যাবো ঐ এলাকায় গেলে। আর ভবিষ্যতে হ্যাকিংয়ে ধরা পরলে ভয়াবহ পরিস্থিতি ফেইস করতে হবে, একবার সুযোগ দিলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ