প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্প নিয়ে নির্মিত নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বউ শ্বাশুড়ি’ আসছে বৈশাখী টিভির পর্দায়। ২৩ নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন-শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, বউ- শ্বাশুড়ির মধ্যে সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। মা এবং বউয়ের মন রক্ষা করতে গিয়ে স্বামী বেচারাকে ফুটবলের ন্যায় প্রতিনিয়ত চক্কর খেতে হয়। তার অবস্থা চিরে চ্যাপ্টা হয়। এমতাবস্থায় সংসারে শুরু হয় অশান্তি। এমন ঘটনা প্রায় প্রতিটি পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শ্বাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শ্বাশুড়িকে মায়ের মতো মনে করত তাহলে এমন অশান্তি আর দেখতে হতো না। প্রতিটি পরিবারে বিরাজ করত শান্তিময় পরিবেশ। মূলত এ তাগিদ থেকেই বউ শ্বাশুড়ি নাটকের গল্পটি লিখেছি আমি। আমি মনে করি বিগত দিনে দর্শকরা আমার লেখা গল্পের নাটক যেভাবে গ্রহণ করেছেন এ নাটকটিও তাদের সেভাবেই গ্রহণীয় হবে বলে আমার বিশ্বাস। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।