প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ হাউসফুল ফোর
২ মেড ইন চায়না
৩ ওয়ার
৪ ষান্ড কি আঁখ
৫ লাল কাপ্তান
মেড ইন চায়না
মিখিল মুসালে পরিচালিত কমেডি চলচ্চিত্র।
রঘুবীর মেহতা (রাজকুমার রাও) গুজরাটের অবস্থাপন্ন পরিবারের এক তরুণ। অদ্ভুত সব ব্যবসায় ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে সব প্রয়াসে ব্যর্থ হয়েছে সে। তার এক ভাই দেবরাজ (সুমিত ব্যস) একজন সফল ব্যবসায়ী, তার সঙ্গে তার বাবা (মনোজ জোশি) রঘুকে তুলনা করে এবং তাকে নিয়ে নিরাশ। শেষে অভয় চোপড়ার (গজরাজ রাও) উদ্যোক্তাদের জন্য উন্নয়নমূলক বক্তৃতা শোনার পর সে নতুন করে মাঠে নামে। যৌন শক্তি বর্ধক চীনা ‘ম্যাজিক স্যুপের’ খোঁজ পায় সে। বিনিয়োগকারী তন্ময় দাশকেও (পরেশ রাওয়াল) পেয়ে যায়, আরও পেয়ে যায় অভিজ্ঞ যৌন চিকিৎসক ডা. বর্ধিকে (বোমান ইরানি)। ভালই চলছিল সব। কিন্তু এক চীনা জেনারেলের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হলে পড়ে যায় বিপদে, কারণ এই জেনারেল তারই দেয়া ম্যাজিক স্যুপ সেবন করেছিল বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।