Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপূর্বের চিকিৎসায় সাহায্যের আবদেন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আঠারো বছরের কিশোর অপূর্ব। যে বয়সে পড়াশুনা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে হাসপাতলের বেডে। নারায়ণগঞ্জ কমার্স কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র হযরত আলী অপূর্ব (১৮)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রেজাউল আলম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান, অপূর্বের দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে। তাকে বাঁচাতে অতি দ্রæত বিদেশ নিয়ে কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ২০-২৫ লাখ টাকা প্রয়োজন।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার হরিহরপাড়া নিবাসী ফল দোকোনের কর্মচারী মো. আক্তার হোসেনের ছেলে অপূর্ব। দরিদ্র পিতার পক্ষে এই ব্যয় বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

তাই তিনি বাধ্য হয়ে সমাজের হৃদয়বান, ধনবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. আক্তার হোসেন,
হিসাব নং ০১১৪৩১১০০০০১৫৫৬
এনআরবি ব্যাংক লি. পঞ্চবটি শাখা,
ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল ০১৭৯০৪১১৭০০ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ