Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুগঞ্জে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জেলার আশুগঞ্জের খড়িয়ালায় গতকাল রোববার পরিত্যক্ত চাতালকল থেকে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক স্থানে ছুরিঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম সুমন মিয়া (৩০)। তিনি উপজেলার খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়ার ছেলে।
জানা যায়, নিহত সুমন মিয়া জীবিকার তাগিদে পরিবার নিয়ে গত এক মাস ধরে ঢাকায় বসবাস করে রিকশা চালাত। গত বৃহস্পতিবার ঢাকা থেকে পরিবার নিয়ে খড়িয়ালায় নিজ বাড়িতে আসে। নিহতের স্ত্রী হাওয়া বেগম জানান, রাতে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে জানায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সারারাত খোঁজাখুঁজির পর কোথায় তাকে খোঁজে পাইনি।
মোবাইল নাম্বারটিতে যোগোযোগ করলে সেটিও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয় এলাকাবাসি খালেক অটো রাইস মিলে লাশ দেখতে পেয়ে খবর দেয়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়ছে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ