Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারে প্রচুর সবজি তবুও মীরসরাইয়ে দাম চড়া

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মীরসরাইয়ে বাজারে এখন স্থানীয় ও দেশের অন্যান্য স্থান হতে সংগৃহীত শীতকালীন প্রচুর মৌসুমি শাকসবজি ঊঠেছে। কিন্তু যে যার মতো করে বিক্রি করতে থাকায় এসব শাকসবজি দিনের পর দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বিক্রেতারা বলেছেন, চাহিদার তুলনায় কম সরবরাহের অজুহাত দেখাতে থাকলেও ক্রেতারা কিন্তু বাজার মনিটরিং না থাকাকেই দায়ি করছেন বেশি। জানা যায়, মীরসরাইতে দৈনিক ও সাপ্তাহিক মিলে প্রায় শতাধিক ছোট বড় বাজার রয়েছে। এসব বাজারে এখন শীতকালীন প্রচুর মৌসুমি শাকসবজিসহ বেচাকেনা হচ্ছে। কিন্তু ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা সিন্ডিকেট কারসাজির মাধ্যমে এসব শাকসবজির দাম বৃদ্ধি করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছে অহরহ। তারা এর জন্য সুষ্ঠু বাজার মনিটরিং না থাকাকে দায়ি করলেও বিক্রেতারা ক্রেতাদের এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন এ বছর দেশের বিভিন্ন স্থানে অস্বাভাবিক বৃষ্টিপাত, সৃষ্ট জলাবদ্ধতা, খরা ও বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষেত খামার নষ্ট হওয়া ও পরিবহণ সমস্যার কারণে দর দামে কিছুটা হেরফের হচ্ছে, এ ছাড়া অন্য কিছু নয়। তবে বাজারে সরবরাহ আরও বৃদ্ধি পেলে আস্তে আস্তে এর দাম কমে আসবে বলে জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব সবজির দাম একেক বাজারে একেক রকম। বিক্রেতারা যে যার ইচ্ছে করে এসব সবজির দাম হেঁকে যাচ্ছে, আর ক্রেতারা দর দাম করেই ফিরছে। কেউ কিনছে আবার তার চাহিদার বাইরে থাকায় অনেকেই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এসব বাজারে এখন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন-৬০/৭০, তিতকরলা-৭০/৮০, ফুলকপি -৫০/৬০,বাঁধা কপি-৪০/৫০, বরবটি-৫০/৬০, লাউ-৪০/৫০, পেঁপে-৩০/৪০, শসা-৫০/৬০, মুলা- ৪০/৫০, লাল শাক, মুলা শাকসহ প্রতিটা শাকের আঁটি ২৫/৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মাওলানা আবু নছর এক ক্রেতা বলেন, বাজারে সরবরাহ প্রচুর তারপরও কেন এসব শাকসবজির দাম কমছে না তা মাথায় আসছেনা।
উপজেলা বড়তাকিয়া কাঁচা বাজারে বাজার করতে আসা কামরুন নাহার নামের এক গৃহবধুর অভিযোগ প্রশাসনের নজর না থাকার সুযোগ নিয়ে বিক্রেতারা সিন্ডিকেট করে এসবের দাম তাদের ইচ্ছেমত বাড়িয়ে নিচ্ছে। যা কল্পনার বাইরে। এ নিয়ে এখানকার ক্রেতা সাধারণ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ