পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘দেশের সবখানেই চোখে পড়ে নির্মাণ কাজ। নির্মাণের যে ঝড় উঠেছে, তার প্রমাণ মেলে রাস্তায় বের হলেই। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় লোহা, পাথর, সিমেন্ট, বালুসহ নানা নির্মাণ সামগ্রী, যা দিয়ে তৈরি হচ্ছে বড়-বড় ভবন।’- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
রোবার (৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নির্মাণ মেলা-২০১৯’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ নির্মাণ যজ্ঞের কারণে দেশে স্থাপত্যবিদ্যা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে, যা আগে ছিল না। নির্মাণ যে একটি শিল্প, এখন মানুষ তা বুঝতে পেরেছে।’
শুধু নির্মাণ শিল্পে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিনির্মাণেও বড় ঝড় উঠেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
‘নির্মাণ মেলা-২০১৯’-এর আয়োজন করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি)। তিন দিনব্যাপী এ মেলায় ৭৮টি স্টল রয়েছে। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিয়েছে ২১টি দেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।